নওগাঁ ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁর হাট বাজারে আগাম কাটা ধান : দাম নিয়ে হতাশ কৃষক

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৭ নভেম্বর ২০১৯ :

নওগাঁর হাট গুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের রোপা আমন ধান। কিন্ত নায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষীরা।২০ নভেম্বর থেকে কৃষক পর্যায়ে হাজার ৪০ টাকা মন দরে ধান কেনার ঘোষনা দিয়েছে সরকার। কৃষকদের অভিযোগ প্রান্তিক এসব ধানের হাট ব্যবনায়ীরা নিয়ন্ত্রণ করায় সরকার বেঁধে দেওয়া দরের অর্ধেক দামেই চলছে ধান বেচা কেনা। এবার কৃষক পর্যায়ে ধান কেনার স্বচ্ছতা আনতে কৃষক এ্যাপস চালু করার কথা বলছে খাদ্য বিভাগ ।

সোনালী ধানে ভরে উঠেছে রোপা আমনের ক্ষেত। আর সেই ক্ষেত থে‌কেই আগাম জাতের আমন ধান কাটা শুরু হ‌য়ে‌ছে নওগাঁর বেশ কিছু এলাকায়। এসব কাটা ধান বিক্রির জন্য নিয়ে আসছেন হাটে। তবে এবা‌রো নায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। আগাম জাতের ধান মন প্রতি ৫৫০ থেকে ৫৮০ টাকা আর পুরনো ধান বিক্রি হচ্ছে ৬৫০ টাকা মন । কৃষকরা বলছেন ধারদেনা করে ফলানো ধানের নায্য দাম না পেলে বোরো আবাদের মতো আরো এক দফা আর্থিক ক্ষতির মুখে পড়বে হবে তাদের ।

এবার সরকা‌রের আগাম ধান কেনার ঘোষণকে ই‌তিবাচক হিসা‌বে দেখ‌ছে কৃষকরা। ত‌বে স্বচ্ছ প্র‌ক্রিয়ায় প্রকৃত কৃষকরা যেন এ সুফল পে‌তে পা‌রে তা নি‌শ্চিত করার দাবী তা‌দের ।

মহাদেবপুর উপজেলার সরস্বতিপুর এলাকার জয়নাল, ফারুকসহ একাধিক কৃষক জানান, এখনো হাটে পুরনো ধান জিরা সাড়ে ৮শ টাকা আর নতুন আগাম কিছু ধান ৫৫০ টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না । অন্যদিকে গেল বোরো মৌসুমে গুদামে অনেক কৃষকই ধান দিতে না পারার আক্ষেপ করেন। তারা বলেন এবার যেন প্রকৃত কৃষকরা এ সুযোগ পায় তা আরো নজরদারী থাকা প্রয়োজন ।

তবে এবার প্রকৃত কৃষকদের সুযোগ করে দিতে কৃষক এ্যাপস চালুর মাধ্যমে স্বচ্ছতা আনার কথা বলছে খাদ্য বিভাগের এ কর্মকর্তা। জেলা খাদ্য কর্মকর্তা জি এম ফারুক আহম্মেদ পাটোয়ারী এবার নওগাঁ সদরে এ্যাপস চালু করা হবে পরিক্ষামুলক। এর কারণ আরো স্বচ্ছতা আনা ।

চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। যেখান থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি বিভাগের। #

আপলোডকারীর তথ্য

নওগাঁর হাট বাজারে আগাম কাটা ধান : দাম নিয়ে হতাশ কৃষক

প্রকাশের সময় : ১২:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৭ নভেম্বর ২০১৯ :

নওগাঁর হাট গুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের রোপা আমন ধান। কিন্ত নায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষীরা।২০ নভেম্বর থেকে কৃষক পর্যায়ে হাজার ৪০ টাকা মন দরে ধান কেনার ঘোষনা দিয়েছে সরকার। কৃষকদের অভিযোগ প্রান্তিক এসব ধানের হাট ব্যবনায়ীরা নিয়ন্ত্রণ করায় সরকার বেঁধে দেওয়া দরের অর্ধেক দামেই চলছে ধান বেচা কেনা। এবার কৃষক পর্যায়ে ধান কেনার স্বচ্ছতা আনতে কৃষক এ্যাপস চালু করার কথা বলছে খাদ্য বিভাগ ।

সোনালী ধানে ভরে উঠেছে রোপা আমনের ক্ষেত। আর সেই ক্ষেত থে‌কেই আগাম জাতের আমন ধান কাটা শুরু হ‌য়ে‌ছে নওগাঁর বেশ কিছু এলাকায়। এসব কাটা ধান বিক্রির জন্য নিয়ে আসছেন হাটে। তবে এবা‌রো নায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। আগাম জাতের ধান মন প্রতি ৫৫০ থেকে ৫৮০ টাকা আর পুরনো ধান বিক্রি হচ্ছে ৬৫০ টাকা মন । কৃষকরা বলছেন ধারদেনা করে ফলানো ধানের নায্য দাম না পেলে বোরো আবাদের মতো আরো এক দফা আর্থিক ক্ষতির মুখে পড়বে হবে তাদের ।

এবার সরকা‌রের আগাম ধান কেনার ঘোষণকে ই‌তিবাচক হিসা‌বে দেখ‌ছে কৃষকরা। ত‌বে স্বচ্ছ প্র‌ক্রিয়ায় প্রকৃত কৃষকরা যেন এ সুফল পে‌তে পা‌রে তা নি‌শ্চিত করার দাবী তা‌দের ।

মহাদেবপুর উপজেলার সরস্বতিপুর এলাকার জয়নাল, ফারুকসহ একাধিক কৃষক জানান, এখনো হাটে পুরনো ধান জিরা সাড়ে ৮শ টাকা আর নতুন আগাম কিছু ধান ৫৫০ টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না । অন্যদিকে গেল বোরো মৌসুমে গুদামে অনেক কৃষকই ধান দিতে না পারার আক্ষেপ করেন। তারা বলেন এবার যেন প্রকৃত কৃষকরা এ সুযোগ পায় তা আরো নজরদারী থাকা প্রয়োজন ।

তবে এবার প্রকৃত কৃষকদের সুযোগ করে দিতে কৃষক এ্যাপস চালুর মাধ্যমে স্বচ্ছতা আনার কথা বলছে খাদ্য বিভাগের এ কর্মকর্তা। জেলা খাদ্য কর্মকর্তা জি এম ফারুক আহম্মেদ পাটোয়ারী এবার নওগাঁ সদরে এ্যাপস চালু করা হবে পরিক্ষামুলক। এর কারণ আরো স্বচ্ছতা আনা ।

চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। যেখান থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি বিভাগের। #