প্রকাশের সময় :
০৮:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
১৪৯৪৬
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৫ মার্চ ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে মহিলাদের জামায়াতে নামাজ আদায়ের জন্য মহিলা মসজিদ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সসদ্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উপজেলা সদরের কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদ সংলগ্ন এলাকায় এটি নির্মাণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, শাহজাহান আলী, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, সাংবাদিক সুমন কুমার বুলেট প্রমুখ তার সঙ্গে ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এমপি নবনির্মিত মসজিদের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন ও সেখানে কিছু সময় কাটান। শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম উপজেলা ইমাম ওলামা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জানান, উপজেলা বিএনপির প্রয়াত নেতা মাস্টার কিসমত আলীর স্ত্রী প্রয়াত আরজানা বেগমের শেষ ইচ্ছা অনুযায়ী তার ছেলে মেয়েদের দান করা অর্থে এই মহিলা মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানে মহাদেবপুর বাজারে আসা মহিলারা সৌচাগার সুবিধাসহ একসাথে ৭০ জন নামাজ আদায় করতে পারবেন। পুরুষদের মসজিদের ইমামের সাথে সাউন্ড বক্সের মাধ্যমে একই জামাতে মহিলারা নামাজ আদায় করতে পারবেন। আগামী পহেলা রমজান থেকে এটি নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে।
এমপি বলেন, মহাদেবপুরে মহিলাদের জন্য মসজিদ নির্মাণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর উন্নয়নের জন্য তিনি সার্বিক সহযোগীতা করবেন। এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের দরবারে শুকরিয়া আদায় করেন।#