নওগাঁ ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নিরাপদ সড়ক চাই : পোরশায় খাবার পানি নিয়ে বাড়ি ফেরা হলোনা গৃহবধূ সাথীর

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১০ মে ২০২৫ :
নওগাঁর ঠাঁ ঠাঁ বরেন্দ্র এলাকা পোরশায় ভরা বৈশাখের রোদ্রজ্জল দুপুরে তেষ্টা মিটাতে খাবার পানি নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ মজিরন সাথীর (২৭)। দ্রুতগামী ভ্যানের ধাক্কায় প্রাণ হারান তিনি।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার সদর নিতপুর কপালীর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ মজিরন তার বাড়ি থেকে খাবার পানি সংগ্রহের জন্য নিতপুর-সরাইগাছী পাকা সড়কের ওপার যাবার সময় পোরশার দিক থেকে আসা একটি দ্রুতগামী রডবাহী ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গৃহবধূ মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভ্যানচালক পলাতক রয়েছেন।
আপলোডকারীর তথ্য

নিরাপদ সড়ক চাই : পোরশায় খাবার পানি নিয়ে বাড়ি ফেরা হলোনা গৃহবধূ সাথীর

প্রকাশের সময় : ০৭:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১০ মে ২০২৫ :
নওগাঁর ঠাঁ ঠাঁ বরেন্দ্র এলাকা পোরশায় ভরা বৈশাখের রোদ্রজ্জল দুপুরে তেষ্টা মিটাতে খাবার পানি নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ মজিরন সাথীর (২৭)। দ্রুতগামী ভ্যানের ধাক্কায় প্রাণ হারান তিনি।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার সদর নিতপুর কপালীর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ মজিরন তার বাড়ি থেকে খাবার পানি সংগ্রহের জন্য নিতপুর-সরাইগাছী পাকা সড়কের ওপার যাবার সময় পোরশার দিক থেকে আসা একটি দ্রুতগামী রডবাহী ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গৃহবধূ মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভ্যানচালক পলাতক রয়েছেন।