নওগাঁ ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ওয়ালটনের এলইডি টিভি কিনে ফ্রিজ ফ্রি

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০১৯ :

শনিবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে ওয়ালটনের এলইডি টিভি কিনে একজন গ্রাহক ক্রাস কার্ডে একটি ফ্রিজ ফ্রি পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রাহক উপজেলার রাইগাঁ ইউনিয়নের একজন গৃহবধূ। তিনি মাতাজীহাট ওয়ালটনের শোরুম থেকে ওই পুরস্কার পান।

মাতাজীহাট বাসস্ট্যান্ডের ওই শোরুম বিসমিল্লাহ্ ইলেকট্রনিক্স এ্যান্ড সেলস্ সেন্টারের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম জানান, সাথে সাথেই পুরস্কারটি বিতরণ করা হয়।

পুরুস্কার বিতরন করেন রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম মুকুল, মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজাদুল ইসলাম ও এএসআই মাসুদ পারভেজ। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ওয়ালটনের এলইডি টিভি কিনে ফ্রিজ ফ্রি

প্রকাশের সময় : ১০:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০১৯ :

শনিবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে ওয়ালটনের এলইডি টিভি কিনে একজন গ্রাহক ক্রাস কার্ডে একটি ফ্রিজ ফ্রি পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রাহক উপজেলার রাইগাঁ ইউনিয়নের একজন গৃহবধূ। তিনি মাতাজীহাট ওয়ালটনের শোরুম থেকে ওই পুরস্কার পান।

মাতাজীহাট বাসস্ট্যান্ডের ওই শোরুম বিসমিল্লাহ্ ইলেকট্রনিক্স এ্যান্ড সেলস্ সেন্টারের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম জানান, সাথে সাথেই পুরস্কারটি বিতরণ করা হয়।

পুরুস্কার বিতরন করেন রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম মুকুল, মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজাদুল ইসলাম ও এএসআই মাসুদ পারভেজ। #