নওগাঁ ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ওদের খাওয়াবে কে ?

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২ এপ্রিল ২০২০ :

বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর প্রাণ বাঁচে হোটেল এবং ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়ে। দেশে সাধারণ ছুটি ও করোনাভাইরাসের কারণে খাবার হোটেল সব বন্ধ। খাবারের সন্ধানে দল বেঁধে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত কুকুরগুলো। ওদের খাওয়াবে কে ?

নওগাঁর পত্নীতলায় এমনই কয়েকটি ক্ষুধার্ত কুকুরকে খাবার দিয়েছেন কয়েকজন যুবক। বুধবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষুধার্ত কুকুরগুলোকে খাওয়ান তারা।

তারা জানান, চারদিকে করোনাভাইরাস মোকাবেলা করতে সব কিছু বন্ধ রাখা হয়েছে। কোনো হোটেল খোলা নেই। এতে এ অসহায় কুকুরগুলো না খেয়ে ক্ষুধার জ্বালায় এদিক সেদিক ছোটাছুটি করছিল। সব বন্ধ হওয়ার কারণে এসব নিরীহ প্রাণীর যে সীমাহীন কষ্ট শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওদের কষ্ট দেখে ছুটে গেলাম কিছুটা খাবার দেয়ার জন্য। খেটে খাওয়া মানুষের পাশাপাশি এই সকল প্রাণীর প্রতিও আমাদের সদয় হওয়া উচিত। অন্তত যার পক্ষে যা দিয়ে সম্ভব হয়। হোক তা বাসা থেকে খাবার রান্না করে দেয়া থেকে শুরু করে বেলকনি থেকে বিস্কুট ছুড়ে দেয়া, কিংবা ঘরের প্রতিদিনের উচ্ছিষ্টগুলো জমিয়ে রেখে দিন শেষে নিজে বা বাসার দারোয়ানের হাতে ওদের জন্য দেয়া। অন্তত এই দুর্দিনে এ প্রাণীগুলো যেন বেঁচে থাকতে পারে। শুধু আমাদের টিকে থাকার কথা ভাবলেই হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীকে আমাদের টিকিয়ে রাখার আহ্বান জানান তারা।

এই পরিবেশবাদী ও দরদী যুবকেরা হলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পত্নীতলা থানা শাখার সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদ হাসান। #

আপলোডকারীর তথ্য

ওদের খাওয়াবে কে ?

প্রকাশের সময় : ১১:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২ এপ্রিল ২০২০ :

বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর প্রাণ বাঁচে হোটেল এবং ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়ে। দেশে সাধারণ ছুটি ও করোনাভাইরাসের কারণে খাবার হোটেল সব বন্ধ। খাবারের সন্ধানে দল বেঁধে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত কুকুরগুলো। ওদের খাওয়াবে কে ?

নওগাঁর পত্নীতলায় এমনই কয়েকটি ক্ষুধার্ত কুকুরকে খাবার দিয়েছেন কয়েকজন যুবক। বুধবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষুধার্ত কুকুরগুলোকে খাওয়ান তারা।

তারা জানান, চারদিকে করোনাভাইরাস মোকাবেলা করতে সব কিছু বন্ধ রাখা হয়েছে। কোনো হোটেল খোলা নেই। এতে এ অসহায় কুকুরগুলো না খেয়ে ক্ষুধার জ্বালায় এদিক সেদিক ছোটাছুটি করছিল। সব বন্ধ হওয়ার কারণে এসব নিরীহ প্রাণীর যে সীমাহীন কষ্ট শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওদের কষ্ট দেখে ছুটে গেলাম কিছুটা খাবার দেয়ার জন্য। খেটে খাওয়া মানুষের পাশাপাশি এই সকল প্রাণীর প্রতিও আমাদের সদয় হওয়া উচিত। অন্তত যার পক্ষে যা দিয়ে সম্ভব হয়। হোক তা বাসা থেকে খাবার রান্না করে দেয়া থেকে শুরু করে বেলকনি থেকে বিস্কুট ছুড়ে দেয়া, কিংবা ঘরের প্রতিদিনের উচ্ছিষ্টগুলো জমিয়ে রেখে দিন শেষে নিজে বা বাসার দারোয়ানের হাতে ওদের জন্য দেয়া। অন্তত এই দুর্দিনে এ প্রাণীগুলো যেন বেঁচে থাকতে পারে। শুধু আমাদের টিকে থাকার কথা ভাবলেই হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীকে আমাদের টিকিয়ে রাখার আহ্বান জানান তারা।

এই পরিবেশবাদী ও দরদী যুবকেরা হলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পত্নীতলা থানা শাখার সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদ হাসান। #