
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১ জানুয়ারী ২০২০ :
২০১৮-১৯ অর্থবছরের প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলারপালশা গ্রামের প্রতিবন্ধী ও ভিক্ষুক নুরনাহারকে গাভি প্রদান করার এক সপ্তাহ পর জোরপূর্বক গাভিটি বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউপির ভোলারপালশা গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে প্রতিবন্ধী ও ভিক্ষুক নুরনাহারের নামে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির একটি গাভি বরাদ্দ দেয়া হয়। নুরনাহারের মৃত্যুর পর তার নমিনি আপন বড় ভাই নুরুল ইসলামকে গাভিটি হস্তান্তর করা হয়।
হস্তান্তরের এক সপ্তাহ পর কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: শাহিনুর ইসলাম স্বপনের নির্দেশে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা: নাছিমা বেগম, ৯ নং ওয়ার্ডের মেম্বার মো: উজ্জল হোসেন এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার হারুনুর রশিদ নুরুল ইসলামের বাড়ি থেকে জোরপূর্বক গাভিটি কেড়ে নিয়ে যায়।
গাভিটি গ্রাম পুলিশ মো: আশরাফুলের বাড়িতে রাখা হয়। গাভিটি ফেরত দেয়ার জন্য বারবার বললে পরে দেয়া হবে বলে কাল ক্ষেপন করা হয়। অদ্যাবধি গাভিটি ফেরৎ না দিয়ে গাভিটি ৩২ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #