নওগাঁ ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় বিকশিত নারী নেটওয়ার্কের নতুন কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, আছির উদ্দিন, পত্নীতলা (নওগাঁ), ৬ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের মাটিন্দর ইউনিয়ন বিকশিত নারী নেটওয়ার্কের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলার শিবপুরহাটে মাটিন্দর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সমাবেশে দি-হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম সভাপতিত্ব করেন।

সভায় সর্বসম্মতিক্রমে নারী নেত্রী সাবরিনা সুলতানা দোলনকে সভাপতি ও রোখসানা আকতারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যারা হলেন, সহ-সভাপতি তৌফিকা বানু, সহ-সাধারণ সম্পাদক রশিদা বানু, কোষাধ্যক্ষ নুরজাহান বানু এবং কার্যনির্বাহী সদস্য ছাহেলা খাতুন ও ঝরনা বানু।

এর আগে বিকশিত নারী নেতৃত্ব বিকাশ ফলোআপ সভা অনুষ্টিত হয়। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে আলোচনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বদিউল আলম খন্দকার, মেহেদী হাসান বকুল প্রমুখ।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় বিকশিত নারী নেটওয়ার্কের নতুন কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, আছির উদ্দিন, পত্নীতলা (নওগাঁ), ৬ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের মাটিন্দর ইউনিয়ন বিকশিত নারী নেটওয়ার্কের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলার শিবপুরহাটে মাটিন্দর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সমাবেশে দি-হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম সভাপতিত্ব করেন।

সভায় সর্বসম্মতিক্রমে নারী নেত্রী সাবরিনা সুলতানা দোলনকে সভাপতি ও রোখসানা আকতারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যারা হলেন, সহ-সভাপতি তৌফিকা বানু, সহ-সাধারণ সম্পাদক রশিদা বানু, কোষাধ্যক্ষ নুরজাহান বানু এবং কার্যনির্বাহী সদস্য ছাহেলা খাতুন ও ঝরনা বানু।

এর আগে বিকশিত নারী নেতৃত্ব বিকাশ ফলোআপ সভা অনুষ্টিত হয়। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে আলোচনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বদিউল আলম খন্দকার, মেহেদী হাসান বকুল প্রমুখ।#