প্রকাশের সময় :
১২:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
৮৮৬
মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ৬ অক্টোবর ২০২৩ :
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে ‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার প্রধান অতিথি এবং মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এতে সভাপতিত্ব করেন।
পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।