নওগাঁ ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় ১০০ ছাত্রী পেলেন সোশ্যাল এইডের বাইসাইকেল ও উপকরণ

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর পত্নীতলায় দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডারিটির অর্থায়নে সোশ্যাল এইডের উদ্যোগে বিভিন্ন স্কুলের ১০০ জন ছাত্রী বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ পেয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমবেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এম সোহেল, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাইসাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে রিমা রানী নামে এক ছাত্রী বলেন, ‘আগে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে আসতাম। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো গাড়ির জন্য। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়ে যেত। এখন আমি সাইকেল পেয়েছি। সাইকেলে যাতায়াত করবো।’

আরেক ছাত্রী পিয়াসী রানী বলেন, বাড়ি থেকে তার স্কুল বেশ দূরে। সাইকেল পাওয়ায় দূরের স্কুলে আর তাকে পায়ে হেঁটে যেতে হবে না। সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারবে। সাইকেল পেয়ে খুবই ভালো লাগছে। এতে তার পড়াশোনার আগ্রহ আরও বেড়ে যাবে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

পত্নীতলায় ১০০ ছাত্রী পেলেন সোশ্যাল এইডের বাইসাইকেল ও উপকরণ

প্রকাশের সময় : ০৪:৩৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর পত্নীতলায় দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডারিটির অর্থায়নে সোশ্যাল এইডের উদ্যোগে বিভিন্ন স্কুলের ১০০ জন ছাত্রী বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ পেয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমবেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এম সোহেল, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাইসাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে রিমা রানী নামে এক ছাত্রী বলেন, ‘আগে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে আসতাম। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো গাড়ির জন্য। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়ে যেত। এখন আমি সাইকেল পেয়েছি। সাইকেলে যাতায়াত করবো।’

আরেক ছাত্রী পিয়াসী রানী বলেন, বাড়ি থেকে তার স্কুল বেশ দূরে। সাইকেল পাওয়ায় দূরের স্কুলে আর তাকে পায়ে হেঁটে যেতে হবে না। সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারবে। সাইকেল পেয়ে খুবই ভালো লাগছে। এতে তার পড়াশোনার আগ্রহ আরও বেড়ে যাবে।