নওগাঁ ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের আকবরপুর ও পত্নীতলা ইউনিয়ন গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, আছির উদ্দিন, পত্নীতলা (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২১ :

”সংগঠিত মানুষ সামাজিক পুঁজি, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ও পত্নীতলা ইউনিয়নে দিনব্যাপি পৃথক গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আকবরপুর ইউনিয়নের ১৯টি গণগবেষণা সমিতির ৩৮জন দায়িত্বপ্রাপ্ত সদস্য ও দি-হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষিত সহায়ক ও স্বেচ্ছাব্রতিগণ উপস্থিত ছিলেন।

৩ সেপ্টেম্বর আকবরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় স্বেচ্ছাব্রতি প্রশিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আয়েজ উদ্দিনের পরিচালনায় গণগবেষণা সমিতিগুলো নিজেদের কার্যক্রম তুলে ধরে। তারা সফলতা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও শিক্ষণীয় তুলে ধরে যৌথ চিন্তা-যৌথ শক্তি ও সংগঠনেই মুক্তি বলে দাবি করেন। সমিতির সদস্যদের সঞ্চয় করা ৯০ লক্ষ টাকা সদস্যদের আত্ম-কর্মসংস্থানের জন্য ব্যয় করা হবে বলে জানান। তাছাড়া সন্তানদের লেখাপড়া ও আপদকালিন সময়ে সঞ্চিত অর্থ শুধু নিজেদেরই নয়, এলাকার কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় ব্যয় করেছেন বলে জানান।

বাদ তিলনা নারী গণগবেষণা সমিতির সদস্য নারী নেত্রী আঞ্জুমান আরা বলেন, “আমরা গণগবেষণার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করছি। নিজেরা সঞ্চয় করে স্বামীর উপর নির্ভরশীলতা কমিয়ে নিয়ে এসেছি। এখন আর কারো মুখোপেক্ষি থাকতে হয় না। গ্রামকে সমস্যামুক্ত করে আমরা এগিয়ে চলেছি। আমাদের মধ্যে একতাবদ্ধতা দেখে অনেকেই এখন এগিয়ে এসেছেন। স্বামী এবং অন্যান্য পুরুষরা আমাদের সহায়ক হিসেবে সহায়তা করছে। যৌথ চিন্তা আমাদের সফলতার শিখরে উঠতে সহায়তা করছে।”

কর্মশালায় বুনি মৎস্যচাষি গণগবেষণা সমিতির সভাপতি প্রদিপ চন্দ্র শীলকে সভাপতি ও আকবরপুর গণগবেষণা নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আকবরপুর ইউনিয়ন গণগবেষণা ফোরাম গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আফরোজা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুন্নাহার, কোষাধ্যক্ষ জুলেখা বেগম, নির্বাহী সদস্য সুবল এক্কা, আঞ্জুমান আরা, সুলতানা, হিরা প্রমুখ। ইউনিয়ন ফোরাম নির্বাচনে দি-হাঙ্গার প্রজেক্টের সাথে সুশীল সমাজের প্রতিনিধি খাজা মঈনুদ্দিন ও উষ্টি গ্রাম উন্নয়ন দলের সভাপতি মোজাফ্ফর রহমান উপস্থিত ছিলেন।

৪ সেপ্টেম্বর পত্নীতলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পত্নীতলা ইউনিয়নের ১৬টি গণগবেষণা সমিতির ৩২জন সদস্যদের নিয়ে গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সবার সম্মতিতে হাসানবেগপুর নারী গণগবেষণা সমিতির সভাপতি ও নারীনেত্রী দিনোমনি তিগ্যা সভাপতি ও বোরাম নারী উন্নয়ন গণগবেষণা সমিতির সভাপতি আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পত্নীতলা ইউনিয়ন গণগবেষণা ফোরাম গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগম, কোষাধ্যক্ষ সাবেদা বেগম, নির্বাহী সদস্য অনিল চন্দ্র, হরিচরণ প্রমুখ। কমিটির উপদেষ্টা নির্বাচিত হন বুজরুক মাহমুদপুর মৎস্যজীবি গণগবেষণা সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও হাসানবেগপুর গণগবেষণা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান।

আগামি দ্ইু বছরের জন্য নবনির্বাচিত ফোরাম ইউনিয়নের গণগবেষণা সমিতি ও সদস্যদের মানোন্নয়নে কাজ করবে।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের আকবরপুর ও পত্নীতলা ইউনিয়ন গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, আছির উদ্দিন, পত্নীতলা (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২১ :

”সংগঠিত মানুষ সামাজিক পুঁজি, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ও পত্নীতলা ইউনিয়নে দিনব্যাপি পৃথক গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আকবরপুর ইউনিয়নের ১৯টি গণগবেষণা সমিতির ৩৮জন দায়িত্বপ্রাপ্ত সদস্য ও দি-হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষিত সহায়ক ও স্বেচ্ছাব্রতিগণ উপস্থিত ছিলেন।

৩ সেপ্টেম্বর আকবরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় স্বেচ্ছাব্রতি প্রশিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আয়েজ উদ্দিনের পরিচালনায় গণগবেষণা সমিতিগুলো নিজেদের কার্যক্রম তুলে ধরে। তারা সফলতা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও শিক্ষণীয় তুলে ধরে যৌথ চিন্তা-যৌথ শক্তি ও সংগঠনেই মুক্তি বলে দাবি করেন। সমিতির সদস্যদের সঞ্চয় করা ৯০ লক্ষ টাকা সদস্যদের আত্ম-কর্মসংস্থানের জন্য ব্যয় করা হবে বলে জানান। তাছাড়া সন্তানদের লেখাপড়া ও আপদকালিন সময়ে সঞ্চিত অর্থ শুধু নিজেদেরই নয়, এলাকার কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় ব্যয় করেছেন বলে জানান।

বাদ তিলনা নারী গণগবেষণা সমিতির সদস্য নারী নেত্রী আঞ্জুমান আরা বলেন, “আমরা গণগবেষণার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করছি। নিজেরা সঞ্চয় করে স্বামীর উপর নির্ভরশীলতা কমিয়ে নিয়ে এসেছি। এখন আর কারো মুখোপেক্ষি থাকতে হয় না। গ্রামকে সমস্যামুক্ত করে আমরা এগিয়ে চলেছি। আমাদের মধ্যে একতাবদ্ধতা দেখে অনেকেই এখন এগিয়ে এসেছেন। স্বামী এবং অন্যান্য পুরুষরা আমাদের সহায়ক হিসেবে সহায়তা করছে। যৌথ চিন্তা আমাদের সফলতার শিখরে উঠতে সহায়তা করছে।”

কর্মশালায় বুনি মৎস্যচাষি গণগবেষণা সমিতির সভাপতি প্রদিপ চন্দ্র শীলকে সভাপতি ও আকবরপুর গণগবেষণা নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আকবরপুর ইউনিয়ন গণগবেষণা ফোরাম গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আফরোজা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুন্নাহার, কোষাধ্যক্ষ জুলেখা বেগম, নির্বাহী সদস্য সুবল এক্কা, আঞ্জুমান আরা, সুলতানা, হিরা প্রমুখ। ইউনিয়ন ফোরাম নির্বাচনে দি-হাঙ্গার প্রজেক্টের সাথে সুশীল সমাজের প্রতিনিধি খাজা মঈনুদ্দিন ও উষ্টি গ্রাম উন্নয়ন দলের সভাপতি মোজাফ্ফর রহমান উপস্থিত ছিলেন।

৪ সেপ্টেম্বর পত্নীতলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পত্নীতলা ইউনিয়নের ১৬টি গণগবেষণা সমিতির ৩২জন সদস্যদের নিয়ে গণগবেষণা রিফ্লেকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সবার সম্মতিতে হাসানবেগপুর নারী গণগবেষণা সমিতির সভাপতি ও নারীনেত্রী দিনোমনি তিগ্যা সভাপতি ও বোরাম নারী উন্নয়ন গণগবেষণা সমিতির সভাপতি আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পত্নীতলা ইউনিয়ন গণগবেষণা ফোরাম গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগম, কোষাধ্যক্ষ সাবেদা বেগম, নির্বাহী সদস্য অনিল চন্দ্র, হরিচরণ প্রমুখ। কমিটির উপদেষ্টা নির্বাচিত হন বুজরুক মাহমুদপুর মৎস্যজীবি গণগবেষণা সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও হাসানবেগপুর গণগবেষণা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান।

আগামি দ্ইু বছরের জন্য নবনির্বাচিত ফোরাম ইউনিয়নের গণগবেষণা সমিতি ও সদস্যদের মানোন্নয়নে কাজ করবে।#