
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৯ মার্চ ২০২১ :
সোমবার (৮ মার্চ) বিকেলে নওগাঁর ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের উদ্যোগে নিজস্ব প্রশিক্ষণ মাঠে বিজিবি রাজশাহী সেক্টরের তত্ত্বাবধানে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর আন্ত: সেক্টর বডি বিল্ডিং ২০২১ প্রতিয়োগিতার সমাপনির আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় রাজশাহী, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সেক্টরের খেলোয়াড়রা অংশ নেন। সমাপনি প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়ে রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে দিনাজপুর সেক্টর রানার্স আপ হয়।
৮টি ওজন শ্রেণির এই প্রতিযোগিতায় রাজশাহী সেক্টরের ৬৫ কেজি ওজন শ্রেণির খেলোয়াড় সিপাহী বিএম আল মামুন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
সমাপনি অনুষ্ঠানে বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কায়সার হাসান মালিক, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি, উপ অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান, রংপুর রিজিয়নের অতিরিক্ত পরিচালক (প্রশাসন), রংপুর রিজিয়নের আওতাধীন অন্যান্য সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।#
