মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগঁ, ২ মার্চ ২০২১ :
মঙ্গলবার (২ মার্চ) সকালে নওগাঁর পত্নীতলা নির্বাচন অফিসের উদ্যোগে তৃতীয় জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল গাফ্ফার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
সকাল ১০টায় “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি এবং উপজলো ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, একাডেমীক সুপার ভাইজার মোরশেদুল আলম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জাহিদ এতে সভাপতিত্ব করেন।#