
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারী ২০২১ :
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু বিতরণের আয়োজন করা হয়।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আলহাজ্ব মো: শহিদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪০টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ক্রসব্রিড বোকনা গরু বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার ও প্রকল্প পরিচালক ডা. শাহাদৎ হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, ভেটেনারি সার্জন ডা. রাফি ফয়সাল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আলম শাহ, দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#