মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২৩ জানুয়ারী ২০২১ :
মুজিব শতবর্ষের উপহার হিসেবে নওগাঁর পতœীতলায় ১১৪ ভূমিহীন পরিবারের মধ্যে মালিকানার দলিলাদিসহ স্বপ্নের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের এমপি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন পরিবারে চাবি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীনদের ঘর হস্তান্তর উদ্বোধন করার পর পরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার প্রমূখ।#