মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৫ জানুয়ারী ২০২১ :
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আটক নেতাকর্মীদের থানায় দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী। তিনি নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। নির্বাচনের আগের দিন এই নেতার গ্রেফতারে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে নজিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হরিরামপুর মল্লায় অস্থায়ী নৌকা প্রতীকের দুইটি নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল কবীর চৌধূরীর ভাই শরিফুল ইসলাম চৌধূরী বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন।
এই মামলায় খাজা নজিবুল্ল্যাহ চৌধুরীকে ১ নম্বর আসামি করা হয়। মামলার পর রাত ২টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে খাজা নজিবুল্ল্যাহ চৌধুরী আটক নেতাকর্মীদের দেখতে থানায় আসেন। তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকেও আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন নজিপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীতধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী সাবেক মেয়র আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেবার নিল নক্সা বাস্তবায়ন করতেই পুলিশ বিএনপি নেতাদের আটক করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজনই তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আমার কর্মীদের ওপর দায় চাপাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করতে সাজানো মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট খাজা নাজিবুল্লাহ চৌধুরীর গ্রেফতারকে নির্বাচনী প্রহসন উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবী করেন।
শনিবার (১৬ জানুয়ারি) ইভিএমের মাধ্যমে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।#