মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৮ নভেম্বর ২০২০ :
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি, সাবেক হুইপ এবং বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো: শহীদুজ্জামান সরকার ফের করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে এপ্রিলের শেষে একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন।
তিনি জানান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়েছে।
তিনি বলেন, “একটু জ্বর হওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। দুইবার পরীক্ষা করিয়ে দেখলাম রিপোর্ট পজিটিভি।” বর্তমানে তিনি সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) তার ফ্লাটে ‘আইসোলেশনে’ আছেন। গত ২ ও ৬ নভেম্বর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান তিনি।
প্রথমবার অসুস্থ হওয়ায় ৩০ এপ্রিল নমুনা দেওয়ার পর ১ মে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে ২৩ মে পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে। জ্বর ও কাঁশি ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
নওগাঁর সর্বস্তরের মানুষ তার সুস্থ্যতা কামনা করেছেন। #