নওগাঁ ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের সবজি বীজ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নয়ন বাবু, পত্নীতলা (নওগাঁ) থেকে ফিরে, ২৬ অক্টোবর ২০২০ :

রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে মৌসুমী শাক সবজির বীজ বিতরণের আয়োজন করা হয়।

উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ এতে প্রধান অতিথি এবং আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, সমাজ সেবক হেলাল চৌধুরী, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বকারী হারুনুর রশিদ, পারিবারিক বিরোধ নিরশন স্থায়ী কমিটির সভাপতি নিলুফা ইয়াছমিন, ওয়ার্ড সদস্য আতাউর রহমান, সাবেক ওয়ার্ড সদস্য খাজা মঈন উদ্দীন, নারী নেত্রী আন্জুমান আরা, আফরুজা বেগম, শামিমা বেগম, গণ-গবেষক হরি চরণ, প্রদ্বিপ চন্দ্র শিল, জবা বেগম, তোজাম্মেল হক, আরমান আলী, মামুনুর রশিদ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি উপজেলার ১০টি গ্রাম উন্নয়ন দল ও জিজিএস সভাপতি ও সম্পাদকদের প্রত্যেকের মধ্যে ২৮ প্যাকেট করে মোট ২৮০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়। প্যাকেটে দেশী শিম, মুলা, ডাঁটা শাক, শসা, দেশী লাউ, পুঁইশাক, লাল শাকসহ ৭ প্রকার মৌসুমী-শাক সবজি বীজ রয়েছে।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় দি-হাঙ্গার প্রজেক্টের সবজি বীজ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, নয়ন বাবু, পত্নীতলা (নওগাঁ) থেকে ফিরে, ২৬ অক্টোবর ২০২০ :

রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নে মৌসুমী শাক সবজির বীজ বিতরণের আয়োজন করা হয়।

উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ এতে প্রধান অতিথি এবং আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, সমাজ সেবক হেলাল চৌধুরী, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বকারী হারুনুর রশিদ, পারিবারিক বিরোধ নিরশন স্থায়ী কমিটির সভাপতি নিলুফা ইয়াছমিন, ওয়ার্ড সদস্য আতাউর রহমান, সাবেক ওয়ার্ড সদস্য খাজা মঈন উদ্দীন, নারী নেত্রী আন্জুমান আরা, আফরুজা বেগম, শামিমা বেগম, গণ-গবেষক হরি চরণ, প্রদ্বিপ চন্দ্র শিল, জবা বেগম, তোজাম্মেল হক, আরমান আলী, মামুনুর রশিদ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি উপজেলার ১০টি গ্রাম উন্নয়ন দল ও জিজিএস সভাপতি ও সম্পাদকদের প্রত্যেকের মধ্যে ২৮ প্যাকেট করে মোট ২৮০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়। প্যাকেটে দেশী শিম, মুলা, ডাঁটা শাক, শসা, দেশী লাউ, পুঁইশাক, লাল শাকসহ ৭ প্রকার মৌসুমী-শাক সবজি বীজ রয়েছে।#