নওগাঁ ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় গো-খাদ্যের চরম সংঙ্কট<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২৬ অক্টোবর ২০২০ :

নওগাঁর পত্নীতলায় গো-খাদ্যের চরম সংঙ্কট দেখা দিয়েছে। চড়া দামে কিনতে হচ্ছে গো-খাদ্যে।

গরু পালনকারী কৃষকরা জানান, এবার অতিবৃষ্টির কারণে কৃষকদের গো-খাদ্যের প্রধান উপকরণ সংরক্ষিত খড়ের গাদা পচে যাওয়ায় এখন তাঁরা গরু পালনে খাদ্যের অভাবে চরম বিপাকে পড়েছেন। প্রান্তিক ও খেটে খাওয়া কৃষকদের গরুর জন্য খড় কিনে গরু বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে।

পত্নীতলা হাটে বাজারে প্রতি পোন (৮০ আঁটি) খড় ৮শ টাকা এবং ধানের কুড়া ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নজিপুর চকনিরখীন মোড়ের খড় ব্যবসায়ী প্রদীপ চন্দ্র জানান, তাঁদের বেশি দামে খড় ক্রয় করে সীমিত লাভে তিনি বিক্রি করছেন।

কৃষকরা জানান, তারা গরুর জন্য চড়া দামে খড় ক্রয় করতে না পারায় কচুরিপানা খাওয়াচ্ছেন। গ্রামে টাকা দিয়েও খড় মিলছে না। নিম্নচাপের প্রভাবে গবাদি পশু নিয়ে গো-খাদ্যের সংকট আরো বেড়েছে। গো-খাদ্যের অন্য অন্য দ্রব্য চাল, খুদি, ভুষি চিটার দামও চড়া এতে চরম ভোগান্তিতে গবাদি পশু পালনকারীরা।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় গো-খাদ্যের চরম সংঙ্কট<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২৬ অক্টোবর ২০২০ :

নওগাঁর পত্নীতলায় গো-খাদ্যের চরম সংঙ্কট দেখা দিয়েছে। চড়া দামে কিনতে হচ্ছে গো-খাদ্যে।

গরু পালনকারী কৃষকরা জানান, এবার অতিবৃষ্টির কারণে কৃষকদের গো-খাদ্যের প্রধান উপকরণ সংরক্ষিত খড়ের গাদা পচে যাওয়ায় এখন তাঁরা গরু পালনে খাদ্যের অভাবে চরম বিপাকে পড়েছেন। প্রান্তিক ও খেটে খাওয়া কৃষকদের গরুর জন্য খড় কিনে গরু বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে।

পত্নীতলা হাটে বাজারে প্রতি পোন (৮০ আঁটি) খড় ৮শ টাকা এবং ধানের কুড়া ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নজিপুর চকনিরখীন মোড়ের খড় ব্যবসায়ী প্রদীপ চন্দ্র জানান, তাঁদের বেশি দামে খড় ক্রয় করে সীমিত লাভে তিনি বিক্রি করছেন।

কৃষকরা জানান, তারা গরুর জন্য চড়া দামে খড় ক্রয় করতে না পারায় কচুরিপানা খাওয়াচ্ছেন। গ্রামে টাকা দিয়েও খড় মিলছে না। নিম্নচাপের প্রভাবে গবাদি পশু নিয়ে গো-খাদ্যের সংকট আরো বেড়েছে। গো-খাদ্যের অন্য অন্য দ্রব্য চাল, খুদি, ভুষি চিটার দামও চড়া এতে চরম ভোগান্তিতে গবাদি পশু পালনকারীরা।#