
মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১২ অক্টোবর ২০২০ :
নওগাঁর পত্নীতলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা পরিষদ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জ পরিচালক ফজলে রাব্বী, নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জিয়াউর রহমান, প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলার দলনেতা, দলনেত্রী ও কমান্ডাররা এতে উপস্থিত ছিলেন। #