মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
নওগাঁর পিরোজপুরের যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নওগাঁ-রাণীনগর সড়কের কাঠালতলী থেকে পিরোজপুর মাদ্রাসা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশের জঙ্গল কেটে পরিস্কার করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর এ কাজ শুরু করে ২৮ সেপ্টেম্বর শেষ করেন তারা।
ঝোপগুলো পরিস্কার হওয়ায় এলাকার যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এই সড়কের প্রসস্ততা খুব কম হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতো। ঝোপগুলো পরিষ্কার করার ফলে সড়কের প্রসস্ততা বেড়েছে।
এলাকার মানুষ এই স্বেচ্ছাশ্রমকে সাধুবাদ জানিয়েছেন। #