মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২০ :
আজ ২২শে জানুয়ারী বুধবার নওগাঁর পত্নীতলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের ৩০তম জন্ম বার্ষিকী। তাঁর পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ ও মাতা গৃহিণী ইসমত আরা আজাদ পারুল এবং একমাত্র ছোট বোন কামরুণ নাহার (২৪)।
ইখতিয়ার উদ্দীন আজাদ জন্ম গ্রহণ করেন মামার বাড়ী পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের শাশইল নামক গ্রামে। দাদার বাড়ী মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামে। বর্তমানে তিনি পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার আলহেরা স্কুল পাড়ায় স্থায়ী ভাবে স্বপরিবারে বসবাস করছেন।
তিনি স্কুল জীবন থেকেই ছড়া-কবিতা লেখা চর্চা করে আসছেন। তাঁর লেখা তিন শতাধিক ছড়া-কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্র-পত্রিকা এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তিনি বাংলা বিভাগে বিএ (অনার্স) ও এমএ পাসের পরই শিক্ষা জীবনের ইতি টেনেছেন।
বর্তমানে অসুস্থ মাতা-পিতা ও বোনের সেবায় নিয়োজিত থাকার পাশাপশি নিজ এলাকায় ব্যবসায়ের প্রস্ততি নিচ্ছেন। কর্মজীবনে একাধিক বেসরকারি সংস্থা ও কোম্পানীতে খন্ডকালীন চাকুরি করেছেন।
তিনি সাংবাদিকতার শুরু থেকে ২০০৯ সালে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজের সুযোগ পান। এর পরেই একাধিক জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজের অভিজ্ঞতা লাভ করেন। বর্তমানে ডেইলি অবজারভার, ডেইলি বাংলাদেশ, দৈনিক আমাদের সময়, দৈনিক আমার সংবাদ, দৈনিক খোলা কাগজ, রাজশাহী হতে প্রকাশিত দৈনিক সোনার দেশ, বগুড়া হতে প্রকাশিত দৈনিক প্রভাতের আলো, নওগাঁ হতে প্রকাশিত দৈনিক প্রথম সংবাদ, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকায় পত্নীতলা উপজেলা সংবাদদাতা এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি, বিভিন্ন অনলাইন পত্রিকায় উপজেলা, জেলা ও বিশেষ সংবাদদাতা এবং কলামিস্ট হিসেবে কাজ করছেন।
সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ পত্নীতলা প্রেসক্লাবের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
ছোটবেলা হতেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নেশার দৃষ্টিকোণ হতেই সাংবাদিকতার মত মহৎ পেশায় আত্মনিয়োগ করেন। তিনি বিভিন্ন সেবামূলক সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
তাঁর জন্মদিবস উপলক্ষে পত্নীতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আতাউর রহমান ও সাবেক সভাপতি আব্দুর রহিম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
প্রতিশ্রুতিশীল, অকুতোভয় এই সহযোদ্ধাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে কর্মজীবনে তার বহুদূর চলার সাফল্য কামনা করেছেন মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ,এম,সাঈদ টিটো, প্রকাশক কাজী রওশন জাহান, বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন। #