প্রকাশের সময় :
০১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
৮২৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১১ সেপ্টেম্বর ২০২৩ :
নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা শাহ চৌধুরীর চার বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালে মোস্তফা শাহ চৌধুরী চেয়ারম্যান থাকার সময় উপজেলার সন্তোষপাড়া গ্রামের যুবক রমজান আলীকে শালিসের নামে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। পরে তাকে পিটিয়ে তার হাত ভেঙ্গে দেয়া হয়।
এব্যাপারে ওই যুবক নওগাঁ আদালতে মামলা দায়ের করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে সাক্ষ্য গ্রহণের সময় ওই ইউপি চেয়ারম্যান মিথ্যার আশ্রয় নেয়ার বিষয় প্রমাণ হলে বিচারক উপরোক্ত রায় দেন।#