প্রকাশের সময় :
১১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
৯৮৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৮ মার্চ ২০২৩ :
নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের দক্ষিণ আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে সময়মত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের গেট খোলা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন সবকিছুই করা হয়েছে একটু লেটে।
গত ১২ মার্চ মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয় ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এদিন সকাল সাড়ে ১০টায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী গেটের বাইরে অবস্থান করছে। তারা জানায়, প্রধান শিক্ষকের বাসা নওগাঁ জেলা সদরে। প্রতিদিনই তিনি স্কুলে আসতে দেরি করেন। কয়েকজন অভিভাবক জানান, এই স্কুলটি প্রায়ই দেরিতে খোলা হয় আর আগেভাগেই বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে, মোবাইলফোনে প্রধান শিক্ষক আবু হায়াত মোজাহারুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মিষ্টি কেনার জন্য বদলগাছী উপজেলা সদরে গেছেন। পতাকা উত্তোলন করতে তিনি ভুলে গেছেন বলেও জানান। তবে গেট কেন বন্ধ তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান জানান, ওই বিদ্যালয়ে সকল আনুষ্ঠানিকতাই হয়েছে। তবে দেরিতে। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, ‘এবিষয়ে তথ্য দিন, ব্যবস্থা নেয়া হবে।’#