মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১ জানুয়ারী ২০২০ :
সোমবার বিকেলে নওগাঁর পত্নীতলায় উপজেলার কষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, সরকারী বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে ও তথ্য কেন্দ্রের সেবা সম্পর্কে অবহিতকরণ করা হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা এতে প্রধান অতিথি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ড ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের সচিব ফোরকান আহম্মেদ, তথ্য সেবা কর্মকর্তা হাসি খাতুন, সাংবাদিক দিলিপ চৌহান প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, সরকারী বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে ও তথ্য কেন্দ্রের সেবা সম্পর্কে অবহিত করনে তথ্য আপার উঠান বৈঠকের ভূমিকা অপরিসীম। এ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপার উঠান বৈঠক। #