নওগাঁ ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ জানুয়ারি ২০২৩ :

নওগাঁর পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি ) দুপুরে উপজেলা সদরের পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড নওগাঁ রোড এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ সংলগ্ন মার্কেটে এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এতে বিশেষ অতিথি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) সাইদুল ইসালাম হেলাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অসকস পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ল্যান্স কর্পোঃ (অবঃ) মোরশেদুল হক এতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফারুক আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান প্রমুখ।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ জানুয়ারি ২০২৩ :

নওগাঁর পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি ) দুপুরে উপজেলা সদরের পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড নওগাঁ রোড এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ সংলগ্ন মার্কেটে এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এতে বিশেষ অতিথি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) সাইদুল ইসালাম হেলাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অসকস পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ল্যান্স কর্পোঃ (অবঃ) মোরশেদুল হক এতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফারুক আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান প্রমুখ।#