নওগাঁর পত্নীতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি ) দুপুরে উপজেলা সদরের পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড নওগাঁ রোড এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ সংলগ্ন মার্কেটে এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এতে বিশেষ অতিথি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) সাইদুল ইসালাম হেলাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অসকস পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ল্যান্স কর্পোঃ (অবঃ) মোরশেদুল হক এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফারুক আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান প্রমুখ।#