নওগাঁর পত্নীতলায় একটি মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এ উপলক্ষে উপজেলার নজিপুর পৌরসভার পালশা জামেহ মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মুসল্লিদের সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ভবনের ফলক উন্মোচন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মসজিদ কমিটির সভাপতি আবু মুসা, পেশ ইমাম মওলানা শাহাজান আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
স্থানীয় দানশীল ব্যক্তি ও সরকারী বেসকারী অনুদানে মসজিদ ভবনটি নির্মাণ করা হয়।#