নওগাঁ ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৯ আগষ্ট ২০২২ :

“ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঐতিহাসিক দিবর দীঘির জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে পত্নীতলা আদিবাসী নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভায় দিবর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আদিবাসী নেতা সুধির তীর্কি সভাপতিত্ব করেন।

যতিন টপ্যর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, চানপুকুর মিশনের ফাদার বেলসারিও, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, লুইস সরেন, যোসেফ হেমরম, বিমান কুমার প্রমুখ।

বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল বাসদ পতœীতলা শাখার আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার, মাতৃভাসা সংরক্ষণ করতে হবে। সভায় লোডশেডিং, সার ও তেলের দাম কমানোর দাবী জানানো হয়।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৯ আগষ্ট ২০২২ :

“ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঐতিহাসিক দিবর দীঘির জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে পত্নীতলা আদিবাসী নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভায় দিবর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আদিবাসী নেতা সুধির তীর্কি সভাপতিত্ব করেন।

যতিন টপ্যর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, চানপুকুর মিশনের ফাদার বেলসারিও, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, লুইস সরেন, যোসেফ হেমরম, বিমান কুমার প্রমুখ।

বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল বাসদ পতœীতলা শাখার আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার, মাতৃভাসা সংরক্ষণ করতে হবে। সভায় লোডশেডিং, সার ও তেলের দাম কমানোর দাবী জানানো হয়।#