নওগাঁ ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় নৈশপ্রহরীদের মধ্যে ছাতা বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ আগষ্ট ২০২২ :

নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নৈশপ্রহরীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

রোববার (৭ আগষ্ট) সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোডের মোবাইল টাউয়ার মার্কেটে গ্রামীণ ফোন সেন্টারের সামনে নৈশপ্রহরীদের নিয়ে চুরি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সভা শেষে এসব ছাতা বিতরণ করেন বাসস্ট্যান্ড বণিক কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু।

 কমিটির সহ সভাপতি অমৃত কুমার, সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ, জেড মিজান, কোষাধ্যক্ষ পলাশ কুমার, আদায়কারী আমজাদ হোসেন প্রমুখ।

এখানকার ২০ জন প্রহরীর প্রত্যককে ১টি করে উন্নতমানের ছাতা উপহার দেওয়া হয়।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

পত্নীতলায় নৈশপ্রহরীদের মধ্যে ছাতা বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ আগষ্ট ২০২২ :

নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নৈশপ্রহরীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

রোববার (৭ আগষ্ট) সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোডের মোবাইল টাউয়ার মার্কেটে গ্রামীণ ফোন সেন্টারের সামনে নৈশপ্রহরীদের নিয়ে চুরি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সভা শেষে এসব ছাতা বিতরণ করেন বাসস্ট্যান্ড বণিক কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু।

 কমিটির সহ সভাপতি অমৃত কুমার, সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ, জেড মিজান, কোষাধ্যক্ষ পলাশ কুমার, আদায়কারী আমজাদ হোসেন প্রমুখ।

এখানকার ২০ জন প্রহরীর প্রত্যককে ১টি করে উন্নতমানের ছাতা উপহার দেওয়া হয়।#