দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে বুধবার (৫ জানুয়ারী) নওগাঁ জেলার ৩ উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিন জেলার পত্নীতলা উপজেলার ১১টি, পোরশা উপজেলার ৬টি এবং সাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ২২০টি কেন্দ্রের ১ হাজার ২০৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৮শ ৩৮ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলার ১০০টি কেন্দ্রের ৫১৮ কক্ষে ১ লাখ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার, পোরশা উপজেলার ৫৮ টি কেন্দ্রের ৩১১ কক্ষে ১ লাখ ২ হাজার ৪৩৫ জন ভোটার এবং সাপাহার উপজেলার ৬২ টি কেন্দ্রের ৩৭৪ কক্ষে ১ লাখ ২৭ হাজার ২৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন পত্নীতলা উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৭ জন, পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ জন ও সাধারণ সদস্য পদে ২১৪ জন এবং সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি কেন্দ্রে ১৫/১৬ জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্যও দায়িত্বরত থাকবে। থাকবে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স। বিজিবি সদস্যরাও সার্বক্ষণিক টহলরত থাকবে।#