
পরীক্ষামূলক সম্প্রচার :
পত্নীতলার দিবরদিঘীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের গ্রামীণ ঐতিহ্যবাহি পাতাখেলা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- ১৩০৬

দিবর ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, দিবর ইউনিয়ন পরিষদ সদস্য পারভীন আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হারুনুর রশিদ, খাইরুল ইসলাম, দিবর ইউনিয়ন ইয়ূথ ফোরাম সদস্য মোস্তাকিম বিল্লাহ, তৌফিক এলাহী ও খেলার মূল সংগঠক হান্নান খান।
খেলায় সর্বাধিক সংখ্যক ২টি পাতা টেনে উপজেলার নিরমইল ইউনিয়নের রতন কুমার চ্যাম্পিয়ন এবং হাটশাওলী গ্রামের বেলাল হোসেন ও গোবিন্দবাটির সাইফুল ইসলাম যৌথভাবে রানার আপ নির্বাচিত হন।
সর্বোচ্চ পঠিত
সর্বেশষ সংবাদ