নওগাঁ ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলার দিবরদিঘীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের গ্রামীণ ঐতিহ্যবাহি পাতাখেলা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৩ আগস্ট ২০২১ :

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবরদিঘী মাদ্রাসা মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের সৃজনশীল ছাত্র সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার দিবর ইউনিয়ন ফোরামের আয়োজনে এই পাতা খেলা উৎসবের আয়োজন করা হয়।

দিবর ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, দিবর ইউনিয়ন পরিষদ সদস্য পারভীন আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হারুনুর রশিদ, খাইরুল ইসলাম, দিবর ইউনিয়ন ইয়ূথ ফোরাম সদস্য মোস্তাকিম বিল্লাহ, তৌফিক এলাহী ও খেলার মূল সংগঠক হান্নান খান।
গ্রামীণ এলাকার সংস্কৃতিতে পাতাখেলা গ্রাম বাংলার ব্যতিক্রম ধরণের ঐতিহ্যবাহী একটি খেলা। বাংলার মানুষের মন্ত্র বিদ্যা বা ঝাড়ফুঁকের ওপর বিশ্বাস দীর্ঘদিনের। ঝাড়ফুঁকে যারা পারদর্শী ওঝাঁ ও তুলারাশী তারাই কেবল পাতাখেলায় অংশ নিয়ে থাকেন।

ওঝাঁরা মন্ত্রী হিসেবে মাঠের চারিদিকে দাঁড়িয়ে মাঝখানে তুলারাশির ৫-৭ জন লোককে তাদের মন্ত্রতন্ত্র দিয়ে কাছে ডাকতে থাকেন। যে পক্ষ যতো বেশি তুলারাশির লোককে বা পাতাকে ডেকে আটকাতে পারেন সেই পক্ষকেই বিজয়ী ধরে নেয়া হয়।

খেলায় সর্বাধিক সংখ্যক ২টি পাতা টেনে উপজেলার নিরমইল ইউনিয়নের রতন কুমার চ্যাম্পিয়ন এবং হাটশাওলী গ্রামের বেলাল হোসেন ও গোবিন্দবাটির সাইফুল ইসলাম যৌথভাবে রানার আপ নির্বাচিত হন।
বিজয়ীদের প্রত্যেককে ৮টি করে নারিকেল, সকল মন্ত্রীকে ২টি করে নারিকেল এবং অংশগ্রহণকারী পাতাকে ২টি করে নারিকেল প্রদান করা হয়। এছাড়াও মূল সংগঠন হান্নান খান ও দিবর ইউনিয়ন পরিষদ সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলার দিবরদিঘীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের গ্রামীণ ঐতিহ্যবাহি পাতাখেলা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৩ আগস্ট ২০২১ :

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবরদিঘী মাদ্রাসা মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের সৃজনশীল ছাত্র সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার দিবর ইউনিয়ন ফোরামের আয়োজনে এই পাতা খেলা উৎসবের আয়োজন করা হয়।

দিবর ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, দিবর ইউনিয়ন পরিষদ সদস্য পারভীন আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হারুনুর রশিদ, খাইরুল ইসলাম, দিবর ইউনিয়ন ইয়ূথ ফোরাম সদস্য মোস্তাকিম বিল্লাহ, তৌফিক এলাহী ও খেলার মূল সংগঠক হান্নান খান।
গ্রামীণ এলাকার সংস্কৃতিতে পাতাখেলা গ্রাম বাংলার ব্যতিক্রম ধরণের ঐতিহ্যবাহী একটি খেলা। বাংলার মানুষের মন্ত্র বিদ্যা বা ঝাড়ফুঁকের ওপর বিশ্বাস দীর্ঘদিনের। ঝাড়ফুঁকে যারা পারদর্শী ওঝাঁ ও তুলারাশী তারাই কেবল পাতাখেলায় অংশ নিয়ে থাকেন।

ওঝাঁরা মন্ত্রী হিসেবে মাঠের চারিদিকে দাঁড়িয়ে মাঝখানে তুলারাশির ৫-৭ জন লোককে তাদের মন্ত্রতন্ত্র দিয়ে কাছে ডাকতে থাকেন। যে পক্ষ যতো বেশি তুলারাশির লোককে বা পাতাকে ডেকে আটকাতে পারেন সেই পক্ষকেই বিজয়ী ধরে নেয়া হয়।

খেলায় সর্বাধিক সংখ্যক ২টি পাতা টেনে উপজেলার নিরমইল ইউনিয়নের রতন কুমার চ্যাম্পিয়ন এবং হাটশাওলী গ্রামের বেলাল হোসেন ও গোবিন্দবাটির সাইফুল ইসলাম যৌথভাবে রানার আপ নির্বাচিত হন।
বিজয়ীদের প্রত্যেককে ৮টি করে নারিকেল, সকল মন্ত্রীকে ২টি করে নারিকেল এবং অংশগ্রহণকারী পাতাকে ২টি করে নারিকেল প্রদান করা হয়। এছাড়াও মূল সংগঠন হান্নান খান ও দিবর ইউনিয়ন পরিষদ সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।#