মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১৯ মে ২০২১ :
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার (১৯ মে) দুপুরে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে পত্নীতলা মডেল প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেনপত্নীতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান সাহরিয়ার পল্লব, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, মনোয়ার হোসেন, ইউনিসার রহমান, সুফল চন্দ্র বর্মন, শহিদুল ইসলাম, বোরহান উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট নেতা মাহফুজুল হক প্রমুখ। মানববন্ধন থেকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তিসহ তাঁর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। #