নওগাঁ ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

কোভিড-১৯ মোকাবিলায় সরকার সফল : এমপি শহীদুজ্জামান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের ২শ’ দেশের মধ্যে ২০তম হয়েছে। আমাদের সরকার এ ভাইরাস মোকাবিলায় সফল হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের উপরের তালা নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

এমপি বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা উপকরণসহ ভবন দিচ্ছেন। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দেওয়া একটু কষ্টকর হলেও কোভিড-১৯ মোকাবিলা করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে।’

অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা প্রকৌশলী মেহেদী হোসেন, পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

কোভিড-১৯ মোকাবিলায় সরকার সফল : এমপি শহীদুজ্জামান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের ২শ’ দেশের মধ্যে ২০তম হয়েছে। আমাদের সরকার এ ভাইরাস মোকাবিলায় সফল হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারী) দুপুরে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের উপরের তালা নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

এমপি বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা উপকরণসহ ভবন দিচ্ছেন। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দেওয়া একটু কষ্টকর হলেও কোভিড-১৯ মোকাবিলা করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে।’

অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা প্রকৌশলী মেহেদী হোসেন, পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নে ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।#