নওগাঁ ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলা উপজেলা সমিতির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ অক্টোবর ২০২০ :

বুধবার সকালে নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে ‘জীবনে জীবন যোগ, রক্তেই হোক আত্মার সংযোগ’ এই স্লোগানকে সামনে রেখে পত্নীতলা উপজেলা সমিতি পউস এর অঙ্গসংগঠন পউস ব্লাড এইড এর উদ্যোগে একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইটি ৫টি টিমে কাজ করে। ৪টি টিম ভ্রাম্যমানভাবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের মধ্যে ২৭৭ জনের নাম তথ্য লিপিবদ্ধ করে। আর একটি টিম ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৫২৭ জন নতুন রক্তদাতার তথ্য লিপিবদ্ধ করা হয়।

ক্যাম্পেইনে সহযোগিতা করেনল ইসলামিয় ডায়াগনস্টিক সেন্টার। এর সমন্বয়কারী ছিলেন রাকিবুল হাসান ও শাহারিয়ার আহমেদ সৌরভ। #

আপলোডকারীর তথ্য

পত্নীতলা উপজেলা সমিতির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ অক্টোবর ২০২০ :

বুধবার সকালে নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে ‘জীবনে জীবন যোগ, রক্তেই হোক আত্মার সংযোগ’ এই স্লোগানকে সামনে রেখে পত্নীতলা উপজেলা সমিতি পউস এর অঙ্গসংগঠন পউস ব্লাড এইড এর উদ্যোগে একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইটি ৫টি টিমে কাজ করে। ৪টি টিম ভ্রাম্যমানভাবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের মধ্যে ২৭৭ জনের নাম তথ্য লিপিবদ্ধ করে। আর একটি টিম ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৫২৭ জন নতুন রক্তদাতার তথ্য লিপিবদ্ধ করা হয়।

ক্যাম্পেইনে সহযোগিতা করেনল ইসলামিয় ডায়াগনস্টিক সেন্টার। এর সমন্বয়কারী ছিলেন রাকিবুল হাসান ও শাহারিয়ার আহমেদ সৌরভ। #