মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ অক্টোবর ২০২০ :
বুধবার সকালে নওগাঁর পত্নীতলা উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে ‘জীবনে জীবন যোগ, রক্তেই হোক আত্মার সংযোগ’ এই স্লোগানকে সামনে রেখে পত্নীতলা উপজেলা সমিতি পউস এর অঙ্গসংগঠন পউস ব্লাড এইড এর উদ্যোগে একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইটি ৫টি টিমে কাজ করে। ৪টি টিম ভ্রাম্যমানভাবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের মধ্যে ২৭৭ জনের নাম তথ্য লিপিবদ্ধ করে। আর একটি টিম ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৫২৭ জন নতুন রক্তদাতার তথ্য লিপিবদ্ধ করা হয়।
ক্যাম্পেইনে সহযোগিতা করেনল ইসলামিয় ডায়াগনস্টিক সেন্টার। এর সমন্বয়কারী ছিলেন রাকিবুল হাসান ও শাহারিয়ার আহমেদ সৌরভ। #