নওগাঁ ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় মাছের দামে পতন : ক্রেতাদের উপচে পড়া ভীড়

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২ সেপ্টেম্বর ২০২০ :

নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে মাছের দামে হঠাৎই পতন দেখা দেয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাছ চাষীরা মাছ বিক্রির জন্য বাজারে এলে দরের এই পতন দেখা দেয়। বাজারে স্বাভাবিক দামের চেয়ে সকল ধরণের মাছ অর্ধেকেরও কম দামে বিক্রি হবার খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ অল্প দামে মাছ কেনার জন্য মাছের পাইকারি বাজার নজিপুর নতুনহাটে ভীড় জমান। মুহুর্তের মধ্যেই এলাকাটি যেন ক্রেতাদের ভীড়ে ভড়ে যায়।

বুধবার সকাল সাড়ে ৮ টায় নজিপুর নতুনহাটে মাছের পাইকারি বাজারে দেখা গেছে, মাছ বাজারটি লোকে লোকারণ্য। যেন বাজারে পা ফেলার স্থান নেই। সকলেই কম দামে পছন্দের মাছ কেনার জন্য ছোটাছুটি করছেন। বড় সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হয়েছে ৬০ থকে ৮০ টাকা কেজিতে। ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।

এছাড়াও অন্যান্য দিনের তুলনায় অর্ধেকেরও কম দামে মাছ বিক্রি হতে দেখা গেছে। অনেক ক্রেতা পছন্দের মাছ হাতে নিয়ে আনন্দে ঘরে ফিরছেন। আবার অনেকে দেরীতে খবর পেয়ে হাটে এসে প্রত্যাশিত মাছ না পেয়ে মনকষ্টে হায়হুতাশ করছেন।

কয়েকজন ক্রেতা জানান, কম দামে মাছ বিক্রি হচ্ছে খবর পেয়ে তাঁরা কিনতে ছুটে এসেছেন।

মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন জানান, খুব সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষীরা বিভিন্ন সাইজের মাছ বিক্রি করতে ছুটে আসেন। হঠাৎই পুকুরে মাছ মরতে শুরু করায় চাষীরা তা বিক্রির জন্য এনেছেন বলে জানিয়েছেন। কি কারণে মাছ মরেছে তা তিনি জানেন না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ জানান, মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় পুকুর ও জলাশয়ের অক্সিজেন লেভেল নষ্ট হওয়ায় মাছ মরতে শুরু করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় মাছের দামে পতন : ক্রেতাদের উপচে পড়া ভীড়

প্রকাশের সময় : ১০:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২ সেপ্টেম্বর ২০২০ :

নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে মাছের দামে হঠাৎই পতন দেখা দেয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাছ চাষীরা মাছ বিক্রির জন্য বাজারে এলে দরের এই পতন দেখা দেয়। বাজারে স্বাভাবিক দামের চেয়ে সকল ধরণের মাছ অর্ধেকেরও কম দামে বিক্রি হবার খবর উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ অল্প দামে মাছ কেনার জন্য মাছের পাইকারি বাজার নজিপুর নতুনহাটে ভীড় জমান। মুহুর্তের মধ্যেই এলাকাটি যেন ক্রেতাদের ভীড়ে ভড়ে যায়।

বুধবার সকাল সাড়ে ৮ টায় নজিপুর নতুনহাটে মাছের পাইকারি বাজারে দেখা গেছে, মাছ বাজারটি লোকে লোকারণ্য। যেন বাজারে পা ফেলার স্থান নেই। সকলেই কম দামে পছন্দের মাছ কেনার জন্য ছোটাছুটি করছেন। বড় সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হয়েছে ৬০ থকে ৮০ টাকা কেজিতে। ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।

এছাড়াও অন্যান্য দিনের তুলনায় অর্ধেকেরও কম দামে মাছ বিক্রি হতে দেখা গেছে। অনেক ক্রেতা পছন্দের মাছ হাতে নিয়ে আনন্দে ঘরে ফিরছেন। আবার অনেকে দেরীতে খবর পেয়ে হাটে এসে প্রত্যাশিত মাছ না পেয়ে মনকষ্টে হায়হুতাশ করছেন।

কয়েকজন ক্রেতা জানান, কম দামে মাছ বিক্রি হচ্ছে খবর পেয়ে তাঁরা কিনতে ছুটে এসেছেন।

মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন জানান, খুব সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষীরা বিভিন্ন সাইজের মাছ বিক্রি করতে ছুটে আসেন। হঠাৎই পুকুরে মাছ মরতে শুরু করায় চাষীরা তা বিক্রির জন্য এনেছেন বলে জানিয়েছেন। কি কারণে মাছ মরেছে তা তিনি জানেন না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ জানান, মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় পুকুর ও জলাশয়ের অক্সিজেন লেভেল নষ্ট হওয়ায় মাছ মরতে শুরু করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।#