মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
শুক্রবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলা উপজেলার গগণপুর বাজারে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম গ্রন্থাগারের উদ্যোগে নিজস্ব কাযালয়ে গ্রান্থাগারের নবনির্র্বাচিত কমিটির পরিচিতি সভা ও গুণিজন সম্বর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কবি গুলজার রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম স্বপন।
অন্যান্যোর মধ্যে গ্রন্থাগারের সভাপতি মুক্তিযোদ্ধা ছায়েফ উদ্দীন, প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, সাহিত্য বিষয়ক সম্পাদক ও পতœীতলা প্রেসকাবের সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, তথ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভীন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #