মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ৯ এপ্রিল ২০২০ :
চলমান করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসন ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে। খোলা বাজারে চাল বিক্রির প্রথম দিনেই চাল না পাওয়ার অভিযোগ করেছেন দিনমজুররা।
মঙ্গলবার বেলা ১১ টা ১৫ মিনিটে চাল না পেয়ে ফিরে যান উপজেলার নজিপুর পৌরসভার বাঁদপুঁইয়া কর্মকার পাড়ার মিলন কর্মকার, বাবলু কর্মকার, আরতি কর্মকার, সুমিত্রা কর্মকারসহ ১০/১২জন নারী-পুরুষ। তাঁরা জানান, বর্তমানে হাতে কোন কাজকর্ম নেই। সরকারের বা ব্যক্তিগত কোন রিলিফও তারা পাননি। এজন্য খবর পেয়ে ভ্যান যোগে ১০ টাকা কেজির চাল নিতে এসেছিলেন। সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে রেখে বেলা ১১ টায় চাল শেষ বলে তাদের বিদায় করা হয়। তারা বলেন, চাল দেওয়া হবেই না তাহলে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো কেন।
নজিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি সুজন কুমার মন্ডল জানান, খোলা বাজারে চাল বিক্রির জন্য নজিপুর পৌর এলাকায় ৫ টি ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই ডিলারদের মাধ্যমে ২ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। যে কেউ ১০ টাকা কেজি হিসাবে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।
জানতে চাইলে ডিলার স্বপন কুমার বলেন, আমরা বরাদ্দ করা চাল ২০০ জনকে দিতে পারি। কিন্তু ক্রেতা অনেক বেশী। ক্রেতা ফিরে গেলে আমাদের কিছু করার থাকে না। ৫ টি ডিলার একসাথে চালু থাকলে আরো বেশী মানুষকে চাল দেওয়া সম্ভব হতো। ক্রেতা বেশী হওয়ায় বরাদ্দ বাড়ানোর বিষয়টি আমরা জানিয়েছি। #