নওগাঁ ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলা ও পোরশায় পৃথক ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৮ আগস্ট ২০২৩ :

নওগাঁর পত্নীতলা ও পোরশার পৃথক দুটি ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের প্রাণ বল্লভ মালির ছেলে কাজল মালি ও পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমান আলীর ছেলে হ্যাপি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মকবুল হোসেন জানান, কাজল মালি ২০২০ সালের ২৭ মার্চ ওইগ্রামের এক প্রতিবন্ধী নারীকে একা পেয়ে তার ঘরের ভিতর ঢুকে মুখে গামছা ভরে জোড় করে ধর্ষণ করে। এই ঘটনায় প্রতিবন্ধীর স্বামী বাদি হয়ে পত্নীতলা থানায় একটি ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানা পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এ এর বিচার শুরু হয়। বিজ্ঞ বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে কাজলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

অন্য মামলায় ২০১৪ সালের ১০ জানুয়ারি হ্যাপি পাশের ইলাম গ্রামের এক মাদরাসা ছাত্রীকে জোড় করে ধর্ষণ করে। তার অনুপস্থিতিতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে তারও যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিচারক জরিমানার টাকা ওই দুই ভিকটিমকে দেয়ার আদেশ দেন।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলা ও পোরশায় পৃথক ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৮ আগস্ট ২০২৩ :

নওগাঁর পত্নীতলা ও পোরশার পৃথক দুটি ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের প্রাণ বল্লভ মালির ছেলে কাজল মালি ও পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমান আলীর ছেলে হ্যাপি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মকবুল হোসেন জানান, কাজল মালি ২০২০ সালের ২৭ মার্চ ওইগ্রামের এক প্রতিবন্ধী নারীকে একা পেয়ে তার ঘরের ভিতর ঢুকে মুখে গামছা ভরে জোড় করে ধর্ষণ করে। এই ঘটনায় প্রতিবন্ধীর স্বামী বাদি হয়ে পত্নীতলা থানায় একটি ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানা পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এ এর বিচার শুরু হয়। বিজ্ঞ বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে কাজলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

অন্য মামলায় ২০১৪ সালের ১০ জানুয়ারি হ্যাপি পাশের ইলাম গ্রামের এক মাদরাসা ছাত্রীকে জোড় করে ধর্ষণ করে। তার অনুপস্থিতিতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে তারও যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিচারক জরিমানার টাকা ওই দুই ভিকটিমকে দেয়ার আদেশ দেন।#