প্রকাশের সময় :
১২:৪২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
৫৩৪৩
মহাদেবপুর দর্পণ, পত্নীতলা (নওগাঁ)), ২৬্ এপ্রিল ২০২৩ : নেতাকর্মীরেদ উদ্দেশ্যে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা ঝান----ছবি : আলমগীর কবির
Spread the love
মহাদেবপুর দর্পণ, আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, পত্নীতলা (নওগাঁ), ২৫ এপ্রিল ২০২৩ :
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা বিএনপি নেতা-কর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৪ এপ্রিল) সাবেক এমপি তার নিজ বাসভবন পত্নীতলা উপজেলায় নজিপুরে দিনব্যাপি ওই ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ ও দলীয় মনোনয়ন পেয়ে মাঠে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমপি নমিনেশন যাই পাক না কেন, সবাইকে দলের পক্ষে কাজ করতে হবে। যাতে এই আসনটি বিএনপির দখলে আসে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে কেন্দ্রীয় বিএনপির ডাকে সাড়া দিয়ে মাঠে নামতে হবে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। তাই প্রতিটি ভোট কেন্দ্র দখলে নিতে হবে। বিগত বছরগুলোতে যেভাবে আওয়ামী লীগ সরকার তামাশার নির্বাচন করেছে। দিনের ভোট রাতে করেছে। এমন নির্বাচন আর বাংলাদেশের মানুষ দেখতে চান না। তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
সভায় ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#