নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে চার কর্মচারীকে সোকজ করেছে। এরা হলেন, মেডিকেল টেকনোলজিস্ট রেডিও গ্রাফার বেদারুল ইসলাম, ডেন্টাল টেকনোলজিস্ট জারজীস রহমান, ফার্মাসিস্ট সৈয়বুর রহমান ও ষ্টোর কিপার সাইফুদ্দিন আহমেদ।
ওষুধ পাবার পর স্টক লেজারে না উঠানো ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করার অপরাধে কমিশন তাদের বিরুদ্ধে সোকজ নোটিশ জারীর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ দেয়। সে অনুযায়ী তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে দূর্নীতি দমন কমিশনের সমন্বিত নওগাঁ জেলা শাখার কর্মকর্তা মাহমুদুর রহমানের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তিনি জানান, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও হেড ক্লার্কের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওষুধ না কিনে বাইরের কমদামি ওষুধ কিনে অতিরিক্ত মূল্য দেখিয়ে ভাউচার সংযোজন করে সরকারি অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন।#