গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে নওগাঁর পত্নীতলার জনদূর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশার সাথে তীব্র শীত অনুভূত হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম বেকায়দায়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছেন। কৃষকেরা মাঠে নামতে পারেননি। অনেককেই খড়কুটোয় আগুন জ¦ালিয়ে আঁচ নিতে দেখা গেছে। সড়কে যানবাহন চলেছে হেটলাইট জ্বালিয়ে। শ্রমজীবি মানুষরা হঠাৎ শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় জমান।#