নওগাঁ ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় তীব্র শীতে চরম জনদুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩ জানুয়ারি ২০২৩ :

গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে নওগাঁর পত্নীতলার জনদূর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশার সাথে তীব্র শীত অনুভূত হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম বেকায়দায়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছেন। কৃষকেরা মাঠে নামতে পারেননি। অনেককেই খড়কুটোয় আগুন জ¦ালিয়ে আঁচ নিতে দেখা গেছে। সড়কে যানবাহন চলেছে হেটলাইট জ্বালিয়ে। শ্রমজীবি মানুষরা হঠাৎ শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় জমান।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় তীব্র শীতে চরম জনদুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩ জানুয়ারি ২০২৩ :

গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে নওগাঁর পত্নীতলার জনদূর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশার সাথে তীব্র শীত অনুভূত হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম বেকায়দায়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছেন। কৃষকেরা মাঠে নামতে পারেননি। অনেককেই খড়কুটোয় আগুন জ¦ালিয়ে আঁচ নিতে দেখা গেছে। সড়কে যানবাহন চলেছে হেটলাইট জ্বালিয়ে। শ্রমজীবি মানুষরা হঠাৎ শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় জমান।#