প্রকাশের সময় :
০৯:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
৯৭৬
Spread the love
মহাদেবপুর দর্পণ, রবিউল ইসলাম, পত্নীতলা (নওগাঁ), ৭ ফেব্রুয়ারি ২০২২ :
নওগাঁর পত্নীতলা উপজেলার স্থগিত হওয়া চার ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে দুই ইউনিয়নে নৌকার প্রার্থী ও এক ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ও অপর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাতে রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফলে ঘোষনগর ইউনিয়নে এক হাজার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ফারজানা পারভীন পেয়েছেন ১৫৭ ভোট।
আকবরপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ওবায়দুল ইসলাম এক হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামান চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৪৭২ ভোট।
পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম স্বপন আনারস প্রতীকে এক হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ১৭১ ভোট।
কৃষ্ণপুর ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ৯৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শ্রী শ্যামল মহন্ত পেয়েছেন ৩৩২ ভোট।
যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল সেগুলো হলো পত্নীতলা ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবর ইউনিয়নের মান্দাইন উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।#