মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ১৫ ডিসেম্বর ২০১৯ :
শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ নূর আলম দীন, পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফল হোসেন, এ্যাডভোকেট শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম এতে উপস্থিত ছিলেন। #