নওগাঁ ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক আর নেই

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৫ (সদর) আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক আর নেই (ইন্না…রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ খালেক আব্দুল মালেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল মালেকের গ্রামের বাড়ি সদর উপজেলার চন্ডিপুর এলাকায়। বসবাস করতেন শহরের মুক্তির মোড় এলাকায় গাঁজা সোসাইটির সমবায় অফিসের পাশে। তার স্ত্রী শাহানাজ মালেক জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

প্রিয় নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাঁর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

সাবেক এমপি আব্দুল মালেকের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাড়িতেই ছিলেন। সপ্তাহ খানেক আগে শারীরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।

সংশ্লিষ্টরা জানান, আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাষ্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৭১ সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন খুলেছিলেন এবং এর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে এক বছর নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হোন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে ছাত্র লীগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু। রাজনীতি করার কারণে ১৯৭৫ সালে কারাভোগ করেন। ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ (সদর) আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হোন। ২০২৪ সালে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক আর নেই

প্রকাশের সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৫ (সদর) আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক আর নেই (ইন্না…রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ খালেক আব্দুল মালেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল মালেকের গ্রামের বাড়ি সদর উপজেলার চন্ডিপুর এলাকায়। বসবাস করতেন শহরের মুক্তির মোড় এলাকায় গাঁজা সোসাইটির সমবায় অফিসের পাশে। তার স্ত্রী শাহানাজ মালেক জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

প্রিয় নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাঁর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

সাবেক এমপি আব্দুল মালেকের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাড়িতেই ছিলেন। সপ্তাহ খানেক আগে শারীরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।

সংশ্লিষ্টরা জানান, আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাষ্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৭১ সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন খুলেছিলেন এবং এর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে এক বছর নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হোন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে ছাত্র লীগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু। রাজনীতি করার কারণে ১৯৭৫ সালে কারাভোগ করেন। ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ (সদর) আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হোন। ২০২৪ সালে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।