নওগাঁ ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় গণঅভ্যুত্থানের স্মরণসভায় কান্নার রোল

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ নভেম্বর ২০২৪ :
নওগাঁয় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় কান্নার রোল পড়ে যায়। আন্দোলনের স্মৃতিচারণ করার সময় আহতদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।
স্মরণসভায় আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষার্থী নাহীদ হাসান বলেন, “গুলি খেয়ে আহত হয়েও আমি বলতে পারিনি আমার নাম নাহীদ হাসান। চিকিৎসা নিতে আমাকে দিতে হয়েছিল মিথ্যা পরিচয়। ড্রেসিংয়ের সময় প্রচন্ড ব্যাথায় চিৎকার দিয়ে উঠতাম। চিকিৎসকরা কসাইয়ের মত ড্রেসিং করতেন। ব্যাথা পাচ্ছি বললে আমাকে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান!”
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, “দু:সহ স্মৃতিগুলো থেকে এখনও বের হতে পারিনি। এখন কেবল একটিই চাওয়া, দেশটা ভালো থাকুক।”
স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আহত ছাত্ররা তুলে ধরেন সেই দিনগুলির দুঃসহ স্মৃতি। তাদের বর্ণনায় উঠে আসে নওগাঁ তথা সারাদেশের আন্দোলনের প্রেক্ষাপট। কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এই স্মরণসভার আয়োজন করে। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সেনাবাহিনীর মেজর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, আন্দোলনে ঢাকায় নিহত মাহফুজুর রহমান শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি, আন্দোলনে নওগাঁয় অংশগ্রহণকারী ছাত্র ফজলে রাব্বি, রিয়াদুল সালেহীন প্রমুখ।
সভায় আহত ও নিহত পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁয় গণঅভ্যুত্থানের স্মরণসভায় কান্নার রোল

প্রকাশের সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ নভেম্বর ২০২৪ :
নওগাঁয় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় কান্নার রোল পড়ে যায়। আন্দোলনের স্মৃতিচারণ করার সময় আহতদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।
স্মরণসভায় আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষার্থী নাহীদ হাসান বলেন, “গুলি খেয়ে আহত হয়েও আমি বলতে পারিনি আমার নাম নাহীদ হাসান। চিকিৎসা নিতে আমাকে দিতে হয়েছিল মিথ্যা পরিচয়। ড্রেসিংয়ের সময় প্রচন্ড ব্যাথায় চিৎকার দিয়ে উঠতাম। চিকিৎসকরা কসাইয়ের মত ড্রেসিং করতেন। ব্যাথা পাচ্ছি বললে আমাকে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান!”
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, “দু:সহ স্মৃতিগুলো থেকে এখনও বের হতে পারিনি। এখন কেবল একটিই চাওয়া, দেশটা ভালো থাকুক।”
স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আহত ছাত্ররা তুলে ধরেন সেই দিনগুলির দুঃসহ স্মৃতি। তাদের বর্ণনায় উঠে আসে নওগাঁ তথা সারাদেশের আন্দোলনের প্রেক্ষাপট। কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এই স্মরণসভার আয়োজন করে। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সেনাবাহিনীর মেজর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, আন্দোলনে ঢাকায় নিহত মাহফুজুর রহমান শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি, আন্দোলনে নওগাঁয় অংশগ্রহণকারী ছাত্র ফজলে রাব্বি, রিয়াদুল সালেহীন প্রমুখ।
সভায় আহত ও নিহত পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।