প্রকাশের সময় :
০৮:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
১৩২০
Spread the love
মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১ জুলাই ২০২১ :
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত মাঝি মোল্লার ছেলে।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোর ৫টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিনি ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লা মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে ৭ নং সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।
বিকেল ৪টায় রাষ্ট্রীয় গার্ড অফ অর্নার দিয়ে তাকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমূখ।#