প্রকাশের সময় :
০৪:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
১০৫২
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর বদলগাছীতে নানা আচার পালনের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব উদযাপন করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলা সদরের মিনি ষ্টেডিয়ামে উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে আদিবাসীদের সমাবেশ, দলীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি বিজয় পাহান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক গোপাল খালকো, ছাত্র প্রতিনিধি তপু পাহান, বিধান পাহান প্রমুখ।
অনুষ্ঠানে আদিবাসীদের বিভিন্ন দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে।