মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১১ মে ২০২১ :
নওগাঁর পত্নীতলায় বেসরকারি সংস্থা রাণীর উদ্যোগে ও লাইফের সহায়তায় পাঁচ শতাধিক দু:স্থের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকেলে এ উপলক্ষে পত্নীতলা ফুটবল মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি দুধ, এক কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই।
অন্যান্যের মধ্যে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আলম শাহ, রাণীর নির্বাহী পরিচালক ফজলুল হক খাঁন, উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#