নওগাঁ ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় ছিন্নমূলদের নিয়ে পুলিশের ইফতার (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ এপ্রিল ২০২১ :

নওগাঁর পত্নীতলায় ছিন্নমূল মানুষের সাথে ইফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর মসজিদ এলাকায় রাস্তার উপরে এই ইফতারের আয়োজন করা হয়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে এতে তিন শতাধিক ছিন্নমূল মানুষ পুলিশের সঙ্গে ইফতার করেন।

পহেলা রোজা থেকেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ কারণে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ২৪ ঘন্টা থাকছে পুলিশ মোতায়েন। ওইসব পুলিশ সদস্যদেরকে নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

রোজাদার পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসেই ইফতার করছেন। সেখানেই চলছে মেহমানদারী। পণ্যবাহী গাড়িচালক, পথচারী, নৈশ্য প্রহরী, ছিন্নমূল মানুষকে সাথে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও প্রাণবন্ত মেহমানদারী ইফতারীতে খুশি সাধারণ মানুষ।

পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়তই অপরিচিত কিছু রোজাদার মেহমানের সাথে ইফতার করছি। কেউ কাউকে চিনি না, অথচ একসাথে ইফতার করছি। এতে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে মেলবন্ধন তৈরী হচ্ছে।

পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সুধিজনরা। লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।#

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় ছিন্নমূলদের নিয়ে পুলিশের ইফতার (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ এপ্রিল ২০২১ :

নওগাঁর পত্নীতলায় ছিন্নমূল মানুষের সাথে ইফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর মসজিদ এলাকায় রাস্তার উপরে এই ইফতারের আয়োজন করা হয়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে এতে তিন শতাধিক ছিন্নমূল মানুষ পুলিশের সঙ্গে ইফতার করেন।

পহেলা রোজা থেকেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ কারণে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ২৪ ঘন্টা থাকছে পুলিশ মোতায়েন। ওইসব পুলিশ সদস্যদেরকে নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

রোজাদার পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসেই ইফতার করছেন। সেখানেই চলছে মেহমানদারী। পণ্যবাহী গাড়িচালক, পথচারী, নৈশ্য প্রহরী, ছিন্নমূল মানুষকে সাথে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও প্রাণবন্ত মেহমানদারী ইফতারীতে খুশি সাধারণ মানুষ।

পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়তই অপরিচিত কিছু রোজাদার মেহমানের সাথে ইফতার করছি। কেউ কাউকে চিনি না, অথচ একসাথে ইফতার করছি। এতে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে মেলবন্ধন তৈরী হচ্ছে।

পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সুধিজনরা। লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।#