মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ১৯ ফেব্রুয়ারী ২০২১ :
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরহাটে একটি নতুন বাজারের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে বাজারের উদ্বোধন করেন।
মার্কেটের মালিক ইউপি সদস্য হেলাল উদ্দিন হেলু এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, সাবেক চেয়ারম্যান আনছার আলী, উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ, কালিগ্রাম ইউপি সদস্য আব্দুল গফুর প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#